Monday, December 24, 2007

ফেলে আসা স্কুলের দিন



ছোট্ট বেলার স্কুল, আর, ছোট্ট বেলার ক্লাস;
সহপাঠী, শিক্ষিকা, আর বইয়ের মাঝে বাস ।

ছোট্ট ক্লাস রুমের মাঝে, ছোট্ট কিছু কথা;
দিদিমণির পড়লে চোখেই, ছোট্ট করে ব্যথা ।

পড়ার মাঝে আড্ডা হাসি, চলতো ভালোই বেশ;
মাঝে-মাঝে ঝগড়া হতো, থাকতো আঁশুর রেশ ।

দিনগুলো সব সোনায় মোড়া, এখন বসে ভাবি;
কাটতো ভালো সেই সব দিন, আবার পাবো না কি ?

সোনায় মোড়া সেই সব দিন ... হাতছানি দেয় রোজ,
কখন কোথায় হারিয়ে গেল, কেউ রাখিনি খোঁজ ।

আজকে যখন হঠাৎ করে হাতরাতে যাই স্মৃতি,
দু'চোখের কোনায় কেন জলের উঁকিঝুকি ?

Thursday, December 20, 2007

অঙ্গীকার




স্বাধীন দেশের নাগরিক মোরা,
এগিয়ে এসেছি আজ;
দেশের জন্য জীবন দেব,

এই তো মোদের কাজ ।

আসুক না ঝড় আসুক বাঁধা,

মানবো না কিছু আজ;
শপথ করেছি দেশকে বাঁচাবো,

এই তো মোদের কাজ ।