সৃষ্টিছাড়া এই সৃষ্টি
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?
লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?
লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?