Thursday, December 20, 2007

অঙ্গীকার




স্বাধীন দেশের নাগরিক মোরা,
এগিয়ে এসেছি আজ;
দেশের জন্য জীবন দেব,

এই তো মোদের কাজ ।

আসুক না ঝড় আসুক বাঁধা,

মানবো না কিছু আজ;
শপথ করেছি দেশকে বাঁচাবো,

এই তো মোদের কাজ ।

2 comments:

নাম : অনির্বান চ্যাটার্জী said...

খুব সুন্দর হয়েছে,ভাবতে বা বলতে অনেকেই পারে,কিন্তু মনে থেকে এই ভাবে কাআয করতে পারলে সত্যি সত্যি দেশের উন্নতি হবে।চালিয়ে জাও,ভাল কবিতা লিখে জাও।

মধুশ্রী said...

" দেশের জন্য জীবন দেব .... শপথ করেছি দেশকে বাঁচাবো... "

আজকের আধুনিক যুগের ক্রমশঃ ব্যক্তিকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে উঠতে থাকা মানুষের পৃথিবীতে , যেখানে আরও-চাই-ইঁদুরদৌড়ে প্রাণপণে ছুটন্ত মানুষের কাছে দেশপ্রেমের মতো অনুভূতি শুধু একটি মেধাবুদ্ধি’হীন আর ব্যক্তিউন্নয়ন-বিরোধী আবেগে পরিণত হয়েছে , সেখানে এই কবিতার দুটি লাইন যেন , আমাদের সব্বাইকে , প্রত্যেকটি নাগরিককে নিঃস্বার্থ-নির্ভীক দেশভক্তির পবিত্র কর্তব্য নতুন করে মনে করিয়ে দেয়।

লেখিকার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রে জানি যে, এটি তার অল্পবয়সের সৃষ্টি ।
আজ ২৩ শে জানুয়ারীর শুভদিনে এই কবিতার জন্য মন্তব্য লিখতে বসে , বারবার একটি কথা মনে হচ্ছে যে, এই কবিতার আবেদনের মতো যেন দেশের অল্পবয়সী তরুণদের মনে দেশের জন্যে সত্যিকারের ভালোবাসা থাকে , যেমন থাকে নিজের মায়ের জন্য ।