
নতুন করে ভাবতে শেখা,
নতুন পথে চলতে শেখা,
নতুন ভাষা বলতে শেখা,
নতুন করে সবকিছুকে
নতুন চোখে দেখতে শেখা।
নতুন নামে ডাকতে শেখা,
নতুন ছবি আঁকতে শেখা,
নতুন করে পুরানো গান,
নতুন করে গাইতে শেখা।
নতুন নতুন করছি বটে,
ভাবছি বসে একটি কথা,
আজকে যেটি নতুন আছে
কালকে নতুন থাকবে কি তা?
নতুন পথে চলতে শেখা,
নতুন ভাষা বলতে শেখা,
নতুন করে সবকিছুকে
নতুন চোখে দেখতে শেখা।
নতুন নামে ডাকতে শেখা,
নতুন ছবি আঁকতে শেখা,
নতুন করে পুরানো গান,
নতুন করে গাইতে শেখা।
নতুন নতুন করছি বটে,
ভাবছি বসে একটি কথা,
আজকে যেটি নতুন আছে
কালকে নতুন থাকবে কি তা?