Saturday, March 8, 2008

Sunday, January 27, 2008

সৃষ্টি ছাড়া


সৃষ্টিছাড়া এই সৃষ্টি
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?

লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?

Monday, December 24, 2007

ফেলে আসা স্কুলের দিন



ছোট্ট বেলার স্কুল, আর, ছোট্ট বেলার ক্লাস;
সহপাঠী, শিক্ষিকা, আর বইয়ের মাঝে বাস ।

ছোট্ট ক্লাস রুমের মাঝে, ছোট্ট কিছু কথা;
দিদিমণির পড়লে চোখেই, ছোট্ট করে ব্যথা ।

পড়ার মাঝে আড্ডা হাসি, চলতো ভালোই বেশ;
মাঝে-মাঝে ঝগড়া হতো, থাকতো আঁশুর রেশ ।

দিনগুলো সব সোনায় মোড়া, এখন বসে ভাবি;
কাটতো ভালো সেই সব দিন, আবার পাবো না কি ?

সোনায় মোড়া সেই সব দিন ... হাতছানি দেয় রোজ,
কখন কোথায় হারিয়ে গেল, কেউ রাখিনি খোঁজ ।

আজকে যখন হঠাৎ করে হাতরাতে যাই স্মৃতি,
দু'চোখের কোনায় কেন জলের উঁকিঝুকি ?

Thursday, December 20, 2007

অঙ্গীকার




স্বাধীন দেশের নাগরিক মোরা,
এগিয়ে এসেছি আজ;
দেশের জন্য জীবন দেব,

এই তো মোদের কাজ ।

আসুক না ঝড় আসুক বাঁধা,

মানবো না কিছু আজ;
শপথ করেছি দেশকে বাঁচাবো,

এই তো মোদের কাজ ।

Friday, August 10, 2007

নতুন আমি



নতুন করে ভাবতে শেখা,

নতুন পথে চলতে শেখা,

নতুন ভাষা বলতে শেখা,

নতুন করে সবকিছুকে

নতুন চোখে দেখতে শেখা।



নতুন নামে ডাকতে শেখা,

নতুন ছবি আঁকতে শেখা,

নতুন করে পুরানো গান,

নতুন করে গাইতে শেখা।



নতুন নতুন করছি বটে,

ভাবছি বসে একটি কথা,

আজকে যেটি নতুন আছে

কালকে নতুন থাকবে কি তা?