Friday, August 10, 2007

নতুন আমি



নতুন করে ভাবতে শেখা,

নতুন পথে চলতে শেখা,

নতুন ভাষা বলতে শেখা,

নতুন করে সবকিছুকে

নতুন চোখে দেখতে শেখা।



নতুন নামে ডাকতে শেখা,

নতুন ছবি আঁকতে শেখা,

নতুন করে পুরানো গান,

নতুন করে গাইতে শেখা।



নতুন নতুন করছি বটে,

ভাবছি বসে একটি কথা,

আজকে যেটি নতুন আছে

কালকে নতুন থাকবে কি তা?

5 comments:

মধুশ্রী said...

জলকণা,
খুব ভালো লাগলো আপনার এই কবিতাটি। বাংলাব্লগে আপনার এই প্রথম কবিতার জন্য, অনেক অভিনন্দন এবং প্রীতি-শুভেচ্ছা জানাই।

Unknown said...

আমি ভাবছি যে আমার কোনো মন্তব্য করা ঠিক্ হবে কিনা...কারন আমি কবিতা ভালো বুঝি না। কিন্তু কিছু কবিতা বা লেখা থাকে যেগুলি সুন্দর বোঝা যায়..তাদের মধ্যে এই কবিতাটি একটি। কবিতাটি খুব ভালো হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো এই রকম কবিতা পরতে পারবো।

Subrata Tomader Valobasha Chai said...

খুব ভাল হয়েছে

নাম : অনির্বান চ্যাটার্জী said...
This comment has been removed by the author.
নাম : অনির্বান চ্যাটার্জী said...

নতুন লেখা,বেশ ভাল হয়েছে।একটাও বানান ভুল নেই।পড়েও বেশ ভাল লাগলো।কবিতার ভাবটাও খুব সুন্দর।