Showing posts with label স্মৃতি. Show all posts
Showing posts with label স্মৃতি. Show all posts

Monday, December 24, 2007

ফেলে আসা স্কুলের দিন



ছোট্ট বেলার স্কুল, আর, ছোট্ট বেলার ক্লাস;
সহপাঠী, শিক্ষিকা, আর বইয়ের মাঝে বাস ।

ছোট্ট ক্লাস রুমের মাঝে, ছোট্ট কিছু কথা;
দিদিমণির পড়লে চোখেই, ছোট্ট করে ব্যথা ।

পড়ার মাঝে আড্ডা হাসি, চলতো ভালোই বেশ;
মাঝে-মাঝে ঝগড়া হতো, থাকতো আঁশুর রেশ ।

দিনগুলো সব সোনায় মোড়া, এখন বসে ভাবি;
কাটতো ভালো সেই সব দিন, আবার পাবো না কি ?

সোনায় মোড়া সেই সব দিন ... হাতছানি দেয় রোজ,
কখন কোথায় হারিয়ে গেল, কেউ রাখিনি খোঁজ ।

আজকে যখন হঠাৎ করে হাতরাতে যাই স্মৃতি,
দু'চোখের কোনায় কেন জলের উঁকিঝুকি ?