
নতুন করে ভাবতে শেখা,
নতুন পথে চলতে শেখা,
নতুন ভাষা বলতে শেখা,
নতুন করে সবকিছুকে
নতুন চোখে দেখতে শেখা।
নতুন নামে ডাকতে শেখা,
নতুন ছবি আঁকতে শেখা,
নতুন করে পুরানো গান,
নতুন করে গাইতে শেখা।
নতুন নতুন করছি বটে,
ভাবছি বসে একটি কথা,
আজকে যেটি নতুন আছে
কালকে নতুন থাকবে কি তা?
নতুন পথে চলতে শেখা,
নতুন ভাষা বলতে শেখা,
নতুন করে সবকিছুকে
নতুন চোখে দেখতে শেখা।
নতুন নামে ডাকতে শেখা,
নতুন ছবি আঁকতে শেখা,
নতুন করে পুরানো গান,
নতুন করে গাইতে শেখা।
নতুন নতুন করছি বটে,
ভাবছি বসে একটি কথা,
আজকে যেটি নতুন আছে
কালকে নতুন থাকবে কি তা?
5 comments:
জলকণা,
খুব ভালো লাগলো আপনার এই কবিতাটি। বাংলাব্লগে আপনার এই প্রথম কবিতার জন্য, অনেক অভিনন্দন এবং প্রীতি-শুভেচ্ছা জানাই।
আমি ভাবছি যে আমার কোনো মন্তব্য করা ঠিক্ হবে কিনা...কারন আমি কবিতা ভালো বুঝি না। কিন্তু কিছু কবিতা বা লেখা থাকে যেগুলি সুন্দর বোঝা যায়..তাদের মধ্যে এই কবিতাটি একটি। কবিতাটি খুব ভালো হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো এই রকম কবিতা পরতে পারবো।
খুব ভাল হয়েছে
নতুন লেখা,বেশ ভাল হয়েছে।একটাও বানান ভুল নেই।পড়েও বেশ ভাল লাগলো।কবিতার ভাবটাও খুব সুন্দর।
Post a Comment