
সৃষ্টিছাড়া এই সৃষ্টি
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?
লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?
লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?
1 comment:
সুন্দর সহজ-সরল ছন্দে আর কথায় এমন একটি বিষয় নিয়ে লেখা হয়েছে, যা আমাদের প্রত্যেককেই জীবনের কোন-না-কোন সময়ে ভাবিয়েছে আর বিস্মিত করেছে ।
কবিগুরুর ভাষায় :
আকাশ ভরা সূর্য তারা,
বিশ্ব ভরা প্রাণ,
তাহারই মাঝখানে আমি
পেয়েছি মোর স্থান,
তাই বিস্ময়ে জাগে আমার গান।
Post a Comment